কেনিয়ায় শ্রেণিকক্ষ ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত : ১৪:১০, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০১৯
কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি স্কুলের শ্রেণিকক্ষ ধসে অন্তত সাত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ধসে পড়া ওই শ্রেণিকক্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিল। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা। দেশটির জরুরি বিভাগের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেশিয়াস ট্যালেন্ট নামক দোতলা ওই স্কুলটিতে ক্লাস চলাকালীন সকাল ৭টার দিকে কয়েক মিনিটের মাথায় কক্ষটি ধসে পড়ে। এতে ওই শিক্ষার্থীরা মার যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধারকর্মী সেন্ট জন অ্যাম্বুলেন্স এক টুইটবার্তায় জানান, কক্ষটি ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয়েছে বেশ কয়েকজন। এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জন তার টুইটবার্তায় উল্লেখ করেন।
স্থানীয় সংবাদমাধ্যম দ্যা ডেইলি নেশন পত্রিকার খবরে বলা হয়েছে, শ্রেণিকক্ষ ধসের ঘটনায় সাত শিক্ষার্থী মারা গেছেন। শহরের কেনিয়াট্টা জাতীয় হাসপাতালে আহত ১৭ জন ছাত্রকে ভর্তি করা হয়েছে।
রেড ক্রস কেনিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া কক্ষটিতে এখনো ডজন খানেক শিক্ষার্থী আটকা রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা।
আই/
আরও পড়ুন