ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

চীন গেলেন তালেবান প্রতিনিধি দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ২৩ সেপ্টেম্বর ২০১৯

চীন সফরে গেছে তালেবানের একটি প্রতিনিধি দল। আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর আফগান তালেবানেরা চীন-রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে।

কাতারে অবস্থানরত তালেবানের মুখপাত্র সোহেল শাহিন গতকাল (রোববার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানিয়েছেন, নয় সদস্যের একটি আফগান প্রতিনিধি দল আফগান বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে রাজধানী বেইজিংয়ে বৈঠক করেছে।

আফগানিস্তানে আমেরিকা ১৮ বছর ধরে যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার অবসানের লক্ষ্যে কাতারভিত্তিক তালেবান বেশ কিছুদিন থেকে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল। কাবুল সরকারকে বাদ দিয়ে তারা আমেরিকার সঙ্গে নয় দফা বৈঠক করেছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এসব বৈঠকের মূল লক্ষ্য ছিল আমেরিকার সঙ্গে একটি চুক্তি করা যার আওতায় আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা চলে যাবে।

কিন্তু চলতি মাসের প্রথমদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হামলায় তালেবানের জড়িত থাকার অভিযোগ তুলে এ গোষ্ঠীর সঙ্গে সব রকমের আলোচনা বন্ধ করে দেন। বলা হচ্ছিল- তার আগ মুহূর্ত পর্যন্ত আমেরিকা এবং তালেবান একটি চূড়ান্ত চুক্তির একেবারে দ্বারপ্রান্তে ছিল।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি