ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইয়েমেনে মুহুর্মুহু সৌদি হামলায় নিহত ১৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:০৮, ২৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি আরব। এ হামলায় অন্তত ১৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও শিশু রয়েছে। ধালে প্রদেশের আবাসিক এলাকাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

অনেকেই ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে বলে জানা গেছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, এই হামলায় বহু বেসামরিক মানুষ আহত হয়েছে। এ কারণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনে গত ১২ ঘণ্টায় অন্তত ৪২ বার বিমান হামলা হয়েছে। এর ফলে বহু আবাসিক ভবন ধ্বংস এবং কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাশাত গত সপ্তাহে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়ে বলেছিলেন, তারা যুদ্ধ বিরতি ঘোষণা করছেন। সৌদি আরবও যুদ্ধ বিরতি মেনে চললে তা স্থায়ী রূপ লাভ করবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি