ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘুমন্ত বাবা-মাকে খুন করল ছেলে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের পশ্চিমবঙ্গে ঘুমন্ত বাবা-মাকে দরজার ডাসা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুর শহরের নাটাগড় এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর জিনিউজ’র।

নিহতরা হলেন- সুনীল সাহা(৬৫) ও শেফালি সাহা (৬০)। ঘটনায় অভিযুক্ত ছেলে অমিতকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অমিত পেশায় সেলসম্যান। মঙ্গলবার রাতে নির্দিষ্ট সময়েই কাজ সেরে বাড়ি ফেরে সে। রাতে খাওয়াদাওয়া করে, এরপর নিজের ঘরে চলে যায় অমিত। রাতের খাওয়ার পর নিজেদের ঘরে শুতে চলে যান তার বাবা-মাও। অভিযোগ, বাবা-মা ঘুমিয়ে যাওয়ার পর তাদের ঘরে ঢোকে অমিত। এরপর দরদার ডাসা দিয়ে তাদের মাথায় সজোরে আঘাত করে।

আর্তনাদ শুনে প্রতিবেশি তাদের ঘরে ঢুকে দেখেন, বিছানায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে অমিতের বাবা-মা। পাশেই বসে ছিল সে। সুনীল ও শেফালিকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান প্রতিবেশিরা। চিকিত্সকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাদের মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন।

এই ঘটনায় অমিতকে ঘোলা থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তবে এ ঘটনার নেপথ্য কী কারণ থাকতে পারে, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশও। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি