ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে: জাতিসংঘে মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ২৭ সেপ্টেম্বর ২০১৯

দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বারের মতো জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গত কয়েক বছরে ভারতের উত্থানের কথা ও সন্ত্রাসবাদের মতো জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

ভারতের ঐতিহ্য বর্ণনা করে মোদী বলেন, ‘ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে।’ সেই সঙ্গে সন্ত্রাসবাদের ফলে বিশ্ব জুড়ে যে রক্তক্ষরণ চলছে সে ছবিও স্পষ্ট করে তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘আমাদের স্বরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে সতর্ক করার সুর যেমন রয়েছে, তেমনই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের আক্রোশও রয়েছে। সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

জাতিষংঘের সন্ত্রাসবাদ বিরোধী মিশনের ভারত থেকে শহিদের সংখ্যা যে সবচেয়ে বেশি সে তথ্য তুলে ধরেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকেই একজোট হওয়ার আহবান জানান তিনি। 

মোদীর বক্তব্যে উঠে এসেছে জলবায়ু পরিবর্তণে ক্ষয়ক্ষতির বিষয়। সেই সঙ্গে গত পাঁচ বছরে নানা ক্ষেত্রে গোটা দেশ কীভাবে উঠে এসেছে তাও এ আন্তর্জাতিক মঞ্চ থেকে তুলে ধরেন তিনি।

• ভারতের তরফে বিশ্বকে সম্প্রীতি ও শান্তির বার্তা দিচ্ছি।
• মানবিকতার স্বার্থে সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে এক জোট হতে হবে। 
• জাতিসংঘের শান্তি মিশনে ভারতীয় শহিদের সংখ্যা সবচেয়ে বেশি। 
• সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 
• তাই আমাদের কথায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে সতর্ক করার সুর যেমন রয়েছে, তেমনই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের আক্রোশও রয়েছে। 
• ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে।
• আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছি।
• জলবায়ুর বিপর্যয়ে আমাদের ভূমিকা অত্যন্ত কম।
• পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল আইটেন্টিফিকেশন প্রকল্প ভারতে চলছে। এ প্রকল্প পৃথিবীকে নতুন বার্তা দিচ্ছে।
• দুর্নীতি কমানো হয়েছে। 
• ভারতে সিঙ্গল ইউজ প্লাস্টিক মুক্ত করতে প্রকল্প শুরু হয়েছে। এটা পৃথিবীকে নতুন পথ দেখাচ্ছে।
• জল সংরক্ষণের জন্য ১৫ কোটি বাড়িকে সংযুক্ত করা হবে।
• শিবজ্ঞানে জীবপুজা আমাদের ঐতিহ্য।
• শুধু ভারতের জন্য জন কল্যাণ নয়, আমাদের লক্ষ্য জগৎ কল্যাণ।
• আমাদের স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ।
• গত ৫ বছরে বিশ্ববন্ধুত্ব ও বিশ্বকল্যাণের ঐতিহ্যে গুরুত্ব দিয়েছে।

এমএস/এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি