ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ইমরান খানের বিরুদ্ধে জাতিসংঘকে অপব্যবহারের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২৮ সেপ্টেম্বর ২০১৯

জাতিসংঘের সাধারণ পরিষদে ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে ভারত এবং নরেন্দ্র মোদীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে চরম ক্ষুব্ধ ভারত। জাতিসংঘে ভারতের এক কূটনীতিক বিদিশা মৈত্র বলেন, ইমরান খানের বক্তব্য উস্কানিমূলক এবং পুরোপুরি মিথ্যা। তিনি জাতিসঙ্ঘের মতো আন্তর্জাতিক এ প্লাটফর্মকে অপব্যবহার করেছেন।

বিদিশা মৈত্র অভিযোগ তুলেন, ইমরান খান বলেছেন জাতিসংঘের মনে রাখা উচিৎ ১৯৩৯ সালে ইউরোপ হিটলারের অপরাধকে গুরুত্ব দেয়নি বলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। শুধু এ কথাতেই থামেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদীর নাম করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী আরএসএস নামে যে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আজীবন সদস্য, সেই সংগঠনের 'আদর্শ হচ্ছে হিটলার এবং মুসোলিনি' এবং ঐ আরএসএস-ই মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। ইমরানের খানের এ ধরণের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ভারত।

বিদিশা মৈত্র বলেন, প্রায় ৫০ মিনিটের দীর্ঘ ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য ছিল কাশ্মীরের ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ। তিনি বার বারই বলতে চেয়েছেন, ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে গত প্রায় দু মাস ধরে ৮০ লাখ কাশ্মীরিকে যেভাবে 'পশুর মত' অবরুদ্ধ করে রাখা হয়েছে তা যে কোনো সময় বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে। ইমরান খান সাবধান করেন, আশঙ্কা রয়েছে কাশ্মীরী তরুণ যুবকরা যে কোনো সময় সহিংস বিক্ষোভ শুরু করতে পারে যার জন্য ভারত হয়তো পাকিস্তানকে দায়ী করবে।

তিনি বলেন, তেমন কিছু হলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা নাকচ করা যায়না যে যুদ্ধ পারমানবিক সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে।

উত্তর দেওয়ার অধিকারের সুযোগ নিয়ে ইমরান খানের ভাষণের পরপরই জাতিসংঘে ভারতের  কূটনীতিক বিদিশা মৈত্র বলেন, ইমরান খান জাতিসংঘের মত আন্তর্জাতিক প্লাটফর্মের 'অপব্যবহার' করেছেন। একবিংশ শতাব্দীতে এসে 'গণহত্যা' 'জাতিগত শ্রেষ্ঠত্ব' 'আমৃত্যু লড়াই' এ ধরনের শব্দ ব্যবহার মধ্যযুগীয় মানসকিতার বহি:প্রকাশ।

বিদিশা মৈত্র বলেন, পাকিস্তানকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। পাকিস্তান কি এটা নিশ্চিত করবে যে তাদের মাটিতে ২৫টি 'সন্ত্রাসী' সংগঠন এবং ১৩০ জন 'সন্ত্রাসী' রয়েছে যারা জাতিসংঘের তালিকাভুক্ত।

পাকিস্তান যে বিশ্বের একমাত্র দেশ যারা আল কায়েদার সাথে সম্পর্কিত লোকজনকে অবসরভাতা দেয় - তা কি তারা অস্বীকার করবে? পাকিস্তান কি ব্যাখ্যা দেবে কেন তাদের হাবিব ব্যাংকের অপারেশন নিউইয়র্কে বন্ধ করে দেয়া হয়েছিল? সন্ত্রাসী তৎপরতায় লাখ লাখ ডলার পাচারের জন্যই কি তা করা হয়েছিল? প্রধানমন্ত্রী ইমরান খান কি নিউ ইয়র্কে দাঁড়িয়ে অস্বীকার করতে পারবেন যে তিনি ওসামা বিন লাদেনকে খোলাখুলি সমর্থন করে আসছেন?

সূত্র-বিবিসি

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি