ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চীনে সড়কে ৩৬ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২৯ সেপ্টেম্বর ২০১৯

চীনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৬ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটিতে ৬৯ জন এবং ট্রাকটিতে ৩ জন যাত্রী ছিল।

শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে চীনের জাতীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

রোববার দেশটির কর্তৃপক্ষ জানায়, চলন্ত অবস্থায় হঠাৎ যাত্রীবোঝাই বাসটির বাম পাশের সামনের একটি চাকা পাংচার হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ছাড়া আরও ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে আট ঘণ্টা চাংচুন-শেনজেন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। পরে উদ্ধারকাজ শেষে আবারও ওই সড়ক খুলে দেয়া হয়।

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস।
আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি