ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইমরান খানের বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০১৯

জাতিসংঘে দেওয়া ভাষণকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ভারতের বিহার রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিহারের মুজাফফরনগর আদালতে একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ওই মামলার শুনানি হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, মামলার আইনজীবী সুধীর কুমার ওঝা মুজফ্ফরপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালতে ইমরানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ), ১২৫ ও ৫০৫ ধারা অনুযায়ী ওই মামলা দায়ের করেন। তার অভিযোগ, জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান 'আপত্তিজনক' মন্তব্য করেছেন। এর পাশাপাশি তিনি তার বক্তব্যে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন।

গত (শুক্রবার) জাতিসংঘে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কার্যত ভারত-পাক যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘আমি কোনও হুমকি দিচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক গোষ্ঠীকেও ভাবতে হবে, তারা ১৩০ কোটি মানুষের ভারতীয় বাজারকে তোষণ করবে, নাকি নিরাপরাধ নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য লড়বে। তা না হলে ভালো আশা আপনারা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকুন।’

জাতিসংঘের ওই মঞ্চে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তার মন্তব্য, ‘প্রথাগত যুদ্ধ শুরু হলে যা কিছু হতে পারে। যখন দুটো পরমাণু শক্তিধর দেশ পরস্পরের মুখোমুখি এসে দাঁড়ায়, তখন ফলাফল সীমান্তেই আটকে থাকে না। এখন এটা জাতিসংঘের কাছে পরীক্ষা, তারা কী চাচ্ছে!’

গুজরাট দাঙ্গা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্যাসিস্টদের সঙ্গেও তুলনা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

জাতিসংঘে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সচিব বিদিশা মৈত্র পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণের তীব্র সমালোচনা করে বলেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে, পাক প্রধানমন্ত্রী গোটা বিশ্বকে আড়াআড়িভাবে ভাগ করে দেয়ার চেষ্টা করছেন। আমরা-ওরা, ধনী-গরিব, উত্তর-দক্ষিণ, উন্নত-উন্নয়নশীল এবং মুসলিম-অন্যান্য। তাঁর ওই ভাষণ প্ররোচনামূলক। ঘৃণায় ভরা।’

পাক প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে দেয়া ভাষণে যে ধরণের শব্দ প্রয়োগ করেছেন, তার মধ্য দিয়েই তার মধ্যযুগীয় মানসিকতার প্রতিফলন ঘটেছে বলেও বিদিশা মৈত্র মন্তব্য করেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি