ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইরানকে থামানোর সময় এসেছে: সৌদি যুবরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৩০ সেপ্টেম্বর ২০১৯

সামরিক কায়দায় নয় বরং রাজনৈতিকভাবে ইরানের সঙ্গে চলমান সমস্যার সমাধানে আগ্রহী সৌদি আরব। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

তিনি বলেন, ইরানকে এখনই থামানোর সময় এসেছে। চলমান অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বেশ প্রভাব ফেলবে বলে জানান মোহাম্মদ বিন সালমান। এসময় আবারও সাংবাদিক জামাল খাসোগি হত্যার দায় স্বীকার করেন যুবরাজ। তবে এই হত্যাকাণ্ড সম্পর্কে তিনি আগে জানতেন না বলেও দাবি করেছেন৷


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি