ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গুজরাটে বাস উল্টে নিহত ২১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১ অক্টোবর ২০১৯

ভারতের গুজরাটে যাত্রীবাহী বাস উল্টে ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন।

সোমবার রাজ্যের বনসকণ্ঠ জেলা শহরের ত্রিশুলিয়া ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারান বাসের চালক।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এদিন দুর্ঘটনাগ্রস্থ বাসটির গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। সেই সময়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল।

অন্যদিকে, আমেদাবাদ-ভদোদরা এক্সপ্রেসওয়েতে অন্য একটি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন। এদিন ভোর সাড়ে সাতটার দিকে একটি এসইউভি গাড়ির সঙ্গে একটি ট্রেলারের সংঘর্ঘ ঘটে। যাতেই গাড়িতে থাকা পাঁচ আরোহী মারা যান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি