ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরানি প্রেসিডেন্টের ভাইকে ৫ বছরের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দুর্নীতির দায়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসেন ফেরেদুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘুষের একটি মামলায় তাকে এ দণ্ড দেয়া হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের মে মাসে ওই মামলায় ফেরেদুনকে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করে আদালত। তবে দণ্ড সম্পর্কে স্পষ্ট করা হয়নি সে সময়।

এদিকে প্রেসিডেন্ট রুহানির সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ফেরেদুনকে ফাঁসানো হয়েছে। তবে এধরণের কোনও আশঙ্কা নাকচ করে দেয়া হয়েছে দেশটির বিচার বিভাগের পক্ষ থেকে।

প্রদেয় রায়ে আদালত বলেন, হোসেন ফেরেদুনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল তার বেশ কয়েকটিতেই তিনি নির্দোষ প্রমাণিত হন। তবে অন্যান্য অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

পার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল বলেছেন, ফেরেদুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এমনকি আরও একটি মামলায় বিচারের মুখোমুখি হতে পারেন তিনি। তবে ওই মামলার বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি ইসমাইল।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি