ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সৌদি দূতাবাস সড়ক এখন ‘খাশোগি সড়ক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ৩ অক্টোবর ২০১৯

বহুল আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার এক বছরের মাথায় হল্যান্ডের হেগেতে অবস্থিত সৌদি দূতাবাস সড়কের নাম পরিবর্তন করে ‘খাশোগি সড়ক’ করা হয়েছে।  

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (হল্যান্ডের) উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়।

সৌদি সরকারের হাতে সাংবাদিক খাশোগি হত্যার বার্ষিকীতে এ পদক্ষেপ নিয়েছে তারা। এছাড়া তুরস্কের মানবাধিকার কর্মীরা ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের সামনে খাশোগি স্মৃতি স্তম্ভ স্থাপন করেছে।

ইউরোপের আরও কয়েকটি দেশের মানবাধিকার কর্মীরাও সৌদি দূতাবাস সড়কের নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার এক বছর পূর্ণ হয়েছে গতকাল বুধবার। গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেট ভবনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট ভবনে জামাল খাশোগি তার বিয়ের জন্য জরুরি কাগজপত্র আনার জন্য গিয়েছিলেন কিন্তু সেখান থেকে আর কখনো বের হননি। প্রথমদিকে সৌদি সরকার এ হত্যাকাণ্ডের কথা সরাসরি নাকচ করলেও পরবর্তীতে নানা তদন্তের ভেতর দিয়ে তা পরিষ্কার হচ্ছে।

সূত্রঃ পার্সটুডে

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি