ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীন যাচ্ছেন ইমরান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী সপ্তাহে সফরে যাবেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে ৭ ও ৮ অক্টোবর ইমরান খান চীন সফর করবেন এবং অনেকটা স্থবির হয়ে পড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের কাজ তিনি পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন।

গতকাল (বুধবার) অর্থনৈতিক করিডর বিষয়ক এক বৈঠকে ইমরান খান জোর দিয়ে বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের কাজ সময়মতো শেষ হওয়ার ব্যাপারে তাঁর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। 

ওই বৈঠকে ইমরান খান জানান, তিনি শিগগিরই চীন সফরে যাচ্ছেন এবং দু'দেশের মধ্যকার বন্ধুত্ব আরো জোরদার করার চেষ্টা করবেন তিনি।

ইমরান খানের সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি-বিরোধী অবস্থান নিয়েছে। ডন পত্রিকা বলছে, সরকারের আমলারা ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরোর ভয়ে এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে অনেকটা গড়িমসি করছেন‌।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি