ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আন্দোলনের মুখে পরিবর্তনের প্রতিশ্রুতি ইরাকি প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৩:২৪, ৪ অক্টোবর ২০১৯

দুর্নীতি, বেকারত্ব ও সরকারি চাকরির দাবিসহ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইরাকে চলমান আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে। সহিংস রূপ নেয়া এ আন্দোলন ঠেকাতে দেশজুরে জারি করা হয়েছে কারফিউ। 

টানা চারদিনের আন্দোলনে নিহতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবারও দেশটির নাসিরিয়া ও আমরাত শহরে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশসহ ১১ জন নিহত হয়েছে। 

এমতাবস্থায় আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া ও নতুন আইন পাসের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তবে, এমন সময় তিনি এ প্রতিশ্রুতি দিলেন, যখন তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ।

ইরাকের প্রধানমন্ত্রী বলেন, যেসব দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবাদ সমাবেশ করছেন তাদের সেসব দাবি-দাওয়া মেনে নিতে তার সরকার প্রস্তুত রয়েছে। পাশাপাশি দেশের সামগ্রিক পরিবর্তনে তার সরকারের প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন। 

বৃহস্পতিবার রাতে ইরাকি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে বলেন, দুর্নীতি, বেকারত্ব এবং ঘুষের মত বিদ্যমান সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না। তবে তিনি দেশের দরিদ্র পরিবারগুলোর জন্য একটা মৌলিক আয়ের ব্যবস্থা করার জন্য নতুন আইন পাস করবেন বলে জানান।

টেলিভিশনে দেয়া ভাষণে আবদুল মাহদি মন্ত্রিসভায় পরিবর্তন আনার জন্য তার সংসদীয় জোটের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এর মাধ্যমে জনগণের দাবি পূরণ করা সম্ভব হবে। 

প্রধানমন্ত্রী আবদুল মাহদি বলেন, বিক্ষোভকারীরা দুর্নীতির অবসান চেয়ে যে দাবি জানাচ্ছেন তা সঠিক এবং সরকারকে কাজ করতে দিলেই কেবল এই দাবি বাস্তবায়ন করা সম্ভব। এর আগে প্রধানমন্ত্রী আব্দুল মাহদি জাতীয় সংলাপের আহ্বান জানান।

সূত্রঃ পার্সটুডে
আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি