ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিকিনি মডেলকে ১৩৫ কোটি টাকা উপহার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৩:০৭, ৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার একজন বিকিনি মডেলকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার (১৩৪ কোটি ৮২ লাখেরও বেশি টাকা) ‘উপহার’ দেয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি৷

দক্ষিণ আফ্রিকার একটি আদালত থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে৷ প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে সিচেলিস দ্বীপে দক্ষিণ আফ্রিকার মডেল ক্যানডাইস ভ্যান ডার মারউইর সঙ্গে দেখা করেন হারিরি৷ ওই সময় তিনি এই মডেলকে ব্যক্তিগতভাবে ১৬ মিলিয়ন ডলার দেন৷

এখনো জানা যায়নি কেন হারিরি ওই মডেলকে এই অর্থ দিয়েছিলেন৷ তবে ভ্যান ডার মারউইর আয়কর কর্তৃপক্ষকে বলেছিলেন, তাকে ওই অর্থের কর দিতে হবে না, কারণ তিনি তা উপহার হিসেবে পেয়েছেন৷

নিউ ইয়র্ক টাইমস জানায়, লেবাননের দুই মেয়াদের প্রধানমন্ত্রী হারিরি বিকিনি মডেলকে দুই দফায় এই অর্থ দেন৷ এর মধ্যে প্রথমবার ক্যানডাইসের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর হয় ২০১৩ সালে, সে সময় তিনি লেবাননের সরকারে ছিলেন না৷

বিকিনি মডেলকে নগদ অর্থ পাঠানো বেআইনি না হলেও এ এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে৷ কেউ কেউ হতবাক হয়েছেন, কারণ, একজন ব্যবসায়ী ও মিডিয়া মুঘল তার ব্যবসায় ধস চলার সময়েও কীভাবে এই বিলাসী কর্মকাণ্ড করেছেন৷ কেউবা এতদিন পরে ওই প্রতিবেদন করা নিয়েই প্রশ্ন তুলেছেন৷

ফোর্বস ম্যাগাজিন বলছে, গত বছর হারিরির সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার৷ কিন্তু বর্তমানে অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে লেবানন, যার প্রভাব পড়েছে হারিরির ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক সাম্রাজ্যেও৷

কর্মচারীদের বেতন দিতে না পারায় ইতোমধ্যে হারিরির পারিবারিক নির্মাণ প্রতিষ্ঠান সৌদি ওগারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং তাঁর টিভি নেটওয়ার্কও গত সেপ্টেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে৷

সূত্র:নিউ ইয়র্ক টাইমস

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি