ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে নৌকাডুবি, ৮ জনের মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:১৮, ৪ অক্টোবর ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে নৌকাডুবির ঘটনায় ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৭০ জন। তল্লাশি চলছে। খবর কলকাতা ২৪x৭ এর।

বৃহস্পতিবার রাতে চাঁচল ১ নম্বর ব্লকের জগন্নাথপুর ঘাটের মহানন্দা নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে। নৌ বাইচ প্রতিযোগিতা চলাকালীন ডুবে যায় নৌকা। নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, শারদোৎসব উপলক্ষে একটি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দুই পারে বহু মানুষ জমা হয়েছিলেন। সন্ধ্যার দিকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ওই নৌকাটির বিহারের উদ্দেশে রওনা হয়। বৃষ্টির কারণে বর্তমানে মহানন্দা নদীর অবস্থা ভয়ংকর। মাঝ নদীতে গিয়ে নৌকাটি হঠাৎই ডুবে যায়। অতিরিক্ত যাত্রী থাকার ফলে নৌকা ডুবে যায়। কয়েকজন সাঁতরে পাড়ে এলেও বহু যাত্রী তলিয়ে গেছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি