ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে সিরিজ বিমান হামলায় নিহত ১৮ তালেবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৪ অক্টোবর ২০১৯

নিরাপত্তা বাহিনীর সিরিজ বিমান হামলায় আফগানিস্তানের ৬টি প্রদেশে অন্তত ১৮ তালেবান সৈন্য নিহত হয়েছেন। দেশটির কান্দাহার, হেলমান্দ, জাবুল, ফারাহ, লোগার ও গজনীতে হামলাগুলো চালানো হয়। খবর খামা প্রেস’র।

জানা যায়, কান্দাহারের আরগানদাবে একটি বিমান হামলায় ৩ জন তালেবান সেনা নিহত হন। হেলমান্দে ৩ জন ও জাবুলে ১ জন বিদ্রোহী মারা যান।

এছাড়া লোগার প্রদেশের বারাকিতে বড় একটি হামলায় ৭ জন তালেবান সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় দলটির শীর্ষ কয়েকজন নেতাও মারা যান। গজনীর গিরো জেলাতে পৃথক আরেকটি হামলায় ৪ জন বিদ্রোহী মারা গেছেন বলে জানিয়েছে আফগান বিশেষ বাহিনী। এসময় নিরাপত্তা বাহিনীর একটি চুরি যাওয়া সাঁজোয়া যানও উদ্ধার করেন তারা।

এছাড়া হেলমান্দ, জাবুল ও গজনীতে অভিযান চালিয়ে অন্তত ৯ জন তালেবান সেনাকে গ্রেপ্তার করার খবর নিশ্চিত করেছে আফগান-মার্কিন যৌথ বাহিনী।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি