ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কাশ্মীরে মিলল ২৭০০ গণকবর, লাশের স্তুপ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ৪ অক্টোবর ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৭০০ গণকবরের খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস নামের একটি মানবাধিকার সংস্থা। সম্প্রতি রাজ্যটির রাজধানী শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদন প্রকাশ করে এমনটি দাবি করে সংস্থাটি। 

ওই সংবাদ সম্মেলনে বিপুল সংখ্যক গণকবরে প্রায় তিন হাজার লাশ রয়েছে দাবি করে এর স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ অক্টোবার) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুই হাজার ৭শ অজ্ঞাত, অশনাক্ত গণকবরে কমপক্ষে দুই হাজার ৯শ মৃতদেহ রয়েছে। উত্তর কাশ্মীরের বান্দিপোরা, বারামুল্লা ও খোপওয়ারা জেলার ৫৫টি গ্রামে এসব কবর রয়েছে।

মানবাধিকার সংস্থাটির দাবি, ওইসব লাশের মধ্যে ৮৭ দশমিক ৯ শতাংশই নামহীন। এ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে সংস্থাটি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি