ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিমানবন্দরে আছড়ে পড়ল যুদ্ধবিমান, পাইলটসহ নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ২১:০৪, ৪ অক্টোবর ২০১৯

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বি-১৭ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ নিহত হয়েছেন ৭ জন। বিমানটি ১৩ জন আরোহী নিয়ে স্থানিয় সময় বুধবার সকালে ব্র্যাডলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক সমস্যায় পড়ে ও জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়ে পুড়ে ছাই হয়ে যায়।

কানেকটিকাটের জরুরি সেবাদানকারী ও নিরাপত্তা বিভাগের তথ্য মতে, বিমানটির চালক আর্নেস্ট ম্যাককলি (৭৫) ও সহ-চালক মাইকেল ফস্টার (৭১) এবং পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহতদের মধ্যে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আগের থেকে উন্নত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের মতে, বিমানটির মালিক ছিলেন ২০ বছরেরও বেশি সময় ধরে বিমান চালনার অভিজ্ঞতাসম্পন্ন ক্যালিফোর্নিয়ার লং বিচের পাইলট আর্নেস্ট ম্যাককলি (৭৫)।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও জাপানে মার্কিন বিমানবাহিনীর হামলায় ব্যবহার করা ওই বি-১৭ বিমানটির দুর্ঘটনার বিষয়টি তদন্ত করার জন্য একটি অনুসন্ধানী দল পাঠিয়েছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি