ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

সৌদিতে আঘাত হবে আরও ভয়াবহ: ইয়েমেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৫, ৬ অক্টোবর ২০১৯

নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইয়েমেন বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ আব্দুল কারিম আল ঘামারি।

তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরব আগ্রাসন অব্যাহত রাখলে ভবিষ্যতে আমাদের পাল্টা আঘাত হবে আরও ভয়াবহ। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় পূর্ণ প্রস্তুত রয়েছে।

আল-ঘামারি বলেন, আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহারের মাধ্যমেই কেবল শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমাদের অব্স্থানের পরিবর্তন হবে না, কারণ যেকোনো বিদেশি আগ্রাসনের মোকাবেলায় নিজেকে রক্ষার অধিকার ইয়েমেনের রয়েছে। 

তিনি বলেন, আরও বেশি মার্কিন ও ব্রিটিশ অস্ত্র এনে লাভ হবে না। এর ফলে আগ্রাসীদের আরও বেশি অর্থ ও শক্তি অপচয় হবে।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে আগ্রাসন চলছে। এর ফলে লাখ লাখ ইয়েমেনি হতাহত ও বাস্তুহারা হয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি