ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় অভিযান চালাতে তুরস্ককে যুক্তরাষ্ট্রের সংকেত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৮:৩৮, ৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে তুরস্ককে সবুজ সংকেত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কুর্দিদেরকে সমর্থন ও মদদ দিয়ে এসেছে এবং কুর্দিদের মিত্র হিসেবে কাজ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে গতকাল টেলিফোন সংলাপ হওয়ার পর তুর্কি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়ে সবুজ সঙ্কেত দেয় আমেরিকা।

হোয়াইট হাউজের পক্ষ থেকে গতকাল (রোববার) এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক শিগগিরই উত্তর সিরিয়ায় তাদের দীর্ঘ পরিকল্পিত সামরিক অভিযান চালাবে।

এরপর আজ তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান আসন্ন। তিনি বলেন ,কুর্দি গেরিলাদের হুমকি আর কোনো মতেই সহ্য করার প্রশ্ন নেই।

সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদের আংকারা শত্রু মনে করে এবং তাদেরকে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে’র সহযোগী শক্তি হিসেবে গণ্য করে। সূত্রঃ পার্সটুডে 

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি