ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতের শীর্ষ ধনী কে জানেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১২ অক্টোবর ২০১৯

প্রতিবছরই ফোর্বস ধনীদের তালিকা প্রকাশ করে থাকে। ২০১৯’র ভারতীয় শীর্ষ ধনীদের তালিকাও সম্প্রতি প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকায় একশ’ জনের নাম রয়েছে। শীর্ষ নামটি বরাবরের মতো মুকেশ আম্বানীর দখলে।

সেই তালিকায় দেখা গেছে, একশোর বেশি শিল্পপতির সম্পত্তির পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। আবার কয়েকজন শিল্পপতি সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিজের জায়গা ধরে রেখেছেন। এই একশ’ জনের তালিকায় ছ’জন নিউকামার রয়েছেন।

গত ১১ বছর ধরে ভারতের ধনীদের শীর্ষ ব্যক্তি ছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী। এবার মুকেশ অম্বানীকে টপকে সেই স্থান কেউ দখলে নিতে পারেননি। ২০১৯-এ ফোর্বসের বিচারে তাঁর সম্পত্তির পরিমাণ তিন লাখ ৬৫ হাজার কোটি টাকা।

২০১৮ সালে আজিম প্রেমজি দ্বিতীয় স্থানে ছিলেন। কিন্তু এ বছর তাঁকে পটকে দ্বিতীয় ধনী হিসাবে উঠে এসেছে গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ এক লাখ ১১ হাজার কোটি টাকা। আজিম প্রেমজি পৌঁছে গিয়েছেন ১৭ নম্বরে।

ভারতীয় ধনীদের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে গেছেন অশোক লেল্যান্ডের মালিক হিন্দুজা ব্রাদার্স। তাঁর সম্পত্তির পরিমাণ এক লাখ ১০ হাজার কোটি টাকা।

ধনীদের শীর্ষ তালিকার চতুর্থ স্থানটি পালোনজি গ্রুপের পালোনজি মিস্ত্রির। তাঁর সম্পত্তির পরিমাণ এক লাখ ছ’হাজার কোটি টাকা।

কোটাক মহেন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক ধনীদের তালিকার প্রথম পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ এক লাখ পাঁচ হাজার কোটি টাকা।


ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানী

 এইচসিএলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শিব নদর রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর সম্পত্তি এক লাখ দুই হাজার কোটি টাকার।

সপ্তম স্থানে রয়েছেন ডিমার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণ দামানি। সম্পত্তির পরিমাণ এক লাখ দুই হাজার কোটির কিছু কম।

অষ্টম ভারতীয় ধনী হল গোদরেজ পরিবার। তাদের সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার কোটি টাকা।

নবম ধনী হলেন লক্ষ্মী মিত্তল। স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তলের সম্পত্তির পরিমাণ ৭৪ হাজার চারশ’ নব্বই কোটি টাকা।

আদিত্যা বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা হলেন দশম ভারতীয় ধনী ব্যক্তি। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি