ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হামলার জেরে তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধ ফ্রান্স এবং জার্মানির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ১৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:১৫, ১৩ অক্টোবর ২০১৯

তুরস্কের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ফ্রান্স এবং জার্মানি তুরস্কের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১২ অক্টোবর) এই দুটি দেশ ঘোষণা দিয়েছে, সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কারণে তারা তুরস্কে অস্ত্র রপ্তানি স্থগিত করছে।

গত বুধবার তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে ওয়াইপিজি গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

ফ্রান্সের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে বলেছে, কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যে সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তুর্কি সেনারা ব্যবহার করতে পারে তার সবই আঙ্কারার কাছে রপ্তানি করা বন্ধ থাকবে। এর কয়েক ঘণ্টা আগে জার্মান সরকার তুরস্কের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত রাখার ঘোষণা দেয়। জার্মানি হচ্ছে তুরস্কের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ।

এর আগে ফিনল্যান্ড, নরওয়ে এবং নেদারল্যান্ড তুরস্কের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দেয়। এছাড়া, আগামীকাল লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কমিটি বৈঠকে বসে সম্মিলিতভাবে ইইউ’র দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে। এর আগে ফ্রান্স এবং জার্মানি তুর্কি অভিযানের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এই অভিযানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি