ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

নোবেল জয়ের খবর পেয়ে ঘুমিয়ে পড়ি: অভিজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ১৫ অক্টোবর ২০১৯

ফের বাঙালির ঘরে এলো নোবেল। অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে এই সম্মানে ভূষিত হয়েছেন কলকাতার সন্তান অভিজিৎ বিনায়ক ব্যানার্জি।

নোবেল পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে অভিজিৎ বলেন, নোবেল জয়ের খবর পেয়ে ঘুমিয়ে পড়ি। ৪০ মিনিট ঘুমাই। তারপর একের পর এক ফোন আসতে থাকে। বন্ধুরা অভিনন্দন জানায়। মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু প্রতি মুহূর্তে ফোন এসে চলেছে।

অভিজিৎ বলেন, আমি ভেবেছিলাম বছর দশেক বাদে হয় তো পেলেও পেতে পারি। আমার চেয়ে অনেক কৃতি মানুষ আছেন। যাদের এখনো দেওয়া হয়নি। তাদের বয়স হয়েছে। তাদের দেওয়ার পর হয়তো আমার কথা ভাবা হতে পারে, এমনটাই ভেবেছিলাম। নোবেল পেয়ে আমার ভাল লাগছে আবার আশ্চর্যও লাগছে।

তিনি বলেন, আমি ১৯৯৫-৯৬ সাল থেকে গবেষণা শুরু করেছি। এর মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। এখান থেকে আমি অনেক রসদ পেয়েছি। পশ্চিমবঙ্গের একাধিক বিষয় নিয়ে গবেষণা করেছি। নানা বিষয়ে। ছোটবেলার এবং বড় হওয়ার গল্প আমাকে অনেক রসদ দিয়েছে। অনেক ইতিহাস মনে আসে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি