ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তাল কাতালোনিয়ায় বিক্ষোভ করছেন হাজারো স্বাধীনতাকামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ১৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনকে কেন্দ্র করে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে স্বাধীনতাকামী ৯ নেতাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চলটি।

গত সোমবার থেকে শুরু হওয়া গণবিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। মঙ্গলবার দ্বিতীয় দিনেও কাতালোনিয়ার বিভিন্ন স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। প্রধান প্রধান সড়ক বন্ধ করার পাশাপাশি সরকারি অফিসগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ব্যপক সংঘর্ষ হয়েছে।

বার্সেলোনায় বিক্ষুব্ধরা সরকারি ভবনে ঢুকতে গেলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। আহত হয় বেশ কয়েকজন। বিমানবন্দর ভবনে বিক্ষোভ হওয়ায় বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। স্থবির হয়ে পড়ে মেট্রো চলাচলও।

প্রসঙ্গত, স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের সমৃদ্ধ এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে আলাদা রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি