ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনীতির মাঠ থেকে ক্রিকেট মাঠে রাহুল গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

লোকসভা ভোটে ভরাডুবির পর হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো দুই হেভিওয়েট রাজ্যের বিধানসভার ভোট নিয়ে যখন চারদিক সরগরম, তখন খোশ মেজাজে ক্রিকেট খেলতে দেখা গেল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, হরিয়ানার মহেন্দ্রগড়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে গত শুক্রবার হেলিকপ্টার যোগে দিল্লি ফিরছিলেন রাহুল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দিল্লিতে নামতে না পারায় প্রায় একশ’ কিলোমিটার দূরে হরিয়ানার রেওয়ারিতে ফিরে যেতে বাধ্য হয়। এমন অবস্থায় ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে নেমে পড়েন কংগ্রেসের এই যুব নেতা।

সর্বভারতীয় নারী কংগ্রেসের টুইটার পেজে রাহুল গান্ধীর ক্রিকেট খেলার ওই ভিডিওটি পোস্ট করা হয়। তাতে দেখা যায়, একদল বাচ্চা বল করছে আর রাহুল গান্ধী ব্যাট দিয়ে তা সামলাচ্ছেন। এর মধ্যে দুই একটি বল দক্ষতার সঙ্গে মাঠের বাইরেও পাঠিয়েছেন তিনি। শুধু যে খেলেছেন তাই নয়, বাচ্চাদের সঙ্গে খোশমেজাজে কিছুক্ষণ গল্পও করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি