ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুর্দি এলাকায় সিরীয় সেনা মানে যুদ্ধ: তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ২০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সিরিয়ার যেসব এলাকা থেকে কুর্দিরা পিছু হটেছে সেসব এলাকায় সিরীয় সেনাদের প্রবেশের অর্থ হবে যুদ্ধ ঘোষণা বলেছেন তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকতাই।

তিনি হুমকি দিয়ে বলেন- মানবিজ, আইন আল-আরাব ও কামিশলি এলাকায় সিরীয় সেনাদের প্রবেশের অর্থ হলো যুদ্ধ ঘোষণা এবং তুরস্ক এর উপযুক্ত জবাব দেবে।

তবে তিনি এও বলেছেন, সমস্যা সমাধানের পথ থাকলে এবং সিরীয় সেনাদের পক্ষ নিশ্চয়তা পেলে আঙ্কারা তার অবস্থান পরিবর্তনও করতে পারে।

তুরস্ক সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। তবে বর্তমানে পাঁচ দিনের জন্য যুদ্ধবিরতি চলছে।

সিরিয়া তুরস্কের এই অভিযানকে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে তা মোকাবেলার ঘোষণা দিয়েছে। অবশ্য রাশিয়া বলেছে, তারা তুরস্ক ও সিরিয়ার মধ্যে সংঘাত বাধতে দেবে না।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি