ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কঙ্গোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২১ অক্টোবর ২০১৯

কঙ্গোয় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর কিনশাসায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

দেশটির রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিনশাসা থেকে ১৫০ কিলোমিটার দূরে বানজা-গুংগু এলাকায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি দুর্ঘটনা কবলিত হলে আগুন ধরে যায়। 

বাসটি লুফু এলাকা থেকে কিনশাসার দিকে যাচ্ছিল। মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৮ জন আগুনে দগ্ধ হয়েছেন।

ডেভিট সিয়ালা বলেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিল। আগুনে পুড়ে যাওয়ায় মরদেহগুলো সনাক্ত করতে বেগ পেতে হচ্ছে। ওই বাসটি যাত্রী এবং মালামালে পরিপূর্ণ ছিল। 

এদিকে, এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীরর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। আহতদের চিকিৎসা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। 

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি