ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরে গোলাগুলিতে ৩ জঙ্গি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

দুদিন আগেই পাকিস্তান নিয়ন্ত্রিত জন্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তান ও ভারতের গোলাগুলিতে বেসামরিক লোকসহ ২০ জন নিহত হয়েছে। যাদের অধিকাংশই পাকিস্তানি।

এবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ত্রাল এলাকায় আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। নিহতরা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের বলে দাবি করেছে ভারত। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে কাশ্মীরের ত্রালে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে রাজ্যের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে,  ত্রালে আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ নানা সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে ভারতীয় বাহিনী।  

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিং বলেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের সদস্যদের সঙ্গে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় ৩ জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থলে অভিযান অব্যহত আছে। 

আই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি