ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় কর্মস্থলে এক বাংলাদেশির মৃত্যু

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে: 

প্রকাশিত : ১৯:৫৮, ২৩ অক্টোবর ২০১৯

ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়া এসে অকালে ঝরে গেল আরও একটি তরতাজা প্রাণ। মালয়েশিয়ার নিলাই এলাকায় নিজ কর্মস্থলে আল-মামুন (৪৩) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে নিলাই কন্সট্রাকশন সাইডে নিজ কর্মস্থলে খাবারের বিরতির সময় নিচে সিড়ি দিয়ে নামার সময় উপর থেকে অসাবধানতাবশতঃ নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন তিনি। সহকর্মীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শেষে মামুনের লাশ নিলাই হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষ করে মামুনের মরদেহ দেশে পাঠানো হবে বলে সহকর্মীরা জানান।

জানা গেছে, চাদঁপুরের বাগরাবাজারের মো: মোস্তফা কামালের ছেলে আল-মামুন ২০০৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে দেশে ফিরতে হচ্ছে লাশ হয়ে।

উল্লেখ্য, বিগত মালয়েশিয়া সরকারের দেয়া অবৈধদের বৈধ হওয়া রি-হিয়ারিং প্রোগ্রামের আওতায় সেলাঙ্গর রাজ্যের চেরাসের কেপি গোল্ড লাইন এসডিএন বিএইচডির মাধ্যমে বৈধ ভিসায় কাজ করছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি