ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ২৫ অক্টোবর ২০১৯

ভয়াবহ দাবানলে যক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সোনোমা কাউন্টির বড় একটি অংশ পুড়ে যাচ্ছে। দাবানল ছড়িয়ে পড়েছে প্রায় ১০ হাজার একর জায়গা জুড়ে।

সোনোমার বনে এ দাবানলের কারণে এরই মধ্যে বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। রাজ্যের অন্যান্য জায়গা থেকে আরও অগ্নি নির্বাপণ কর্মী এবং যন্ত্রপাতি আনা হচ্ছে। পানি ছিটানো হচ্ছে হেলিকপ্টার থেকে।

দাবানল থেকে বাঁচতে কয়েক হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে গেছে। কর্মকর্তারা বলছেন, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিদ্যুৎ এবং মোবাইলের টাওয়ারগুলো পুড়ে গেছে। অনেক জায়গাতেই মোবাইল ফোন পরিষেবা বন্ধ রয়েছে। এছাড়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।

আগুনের তীব্রতার কারণে উদ্ধার কর্মীরা আশঙ্কা করছেন, ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পেতে বেশ সময় লাগতে পারে। কিভাবে দাবানল শুরু হয়েছিল সেটি এখনও জানা যায়নি। এ দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি