ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

‘সিরিয়া থেকে তেল চুরি করছে যুক্তরাষ্ট্র’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ২৭ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৮:৫৩, ২৭ অক্টোবর ২০১৯

মার্কিন সেনাদের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তেল চুরি করে বিভিন্ন দেশের কাছে বিক্রি করছে বলে অভিযোগ রাশিয়ার। খবর পার্সটুডে’র।

উপগ্রহ চিত্রের বরাত দিয়ে রাশিয়া বলছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের আগে ও পরে এ কাজ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কোনাশেংকভ বলেন, কৃত্রিম উপগ্রহ চিত্রে দেখা যায়, সিরিয়া থেকে তেল উত্তোলন করে তা প্রক্রিয়াজাতকরণের করার জন্য সিরিয়ার বাইরে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ কাজে মার্কিন সেনারা চোরাকারবারিদের সুরক্ষা দিচ্ছে।

কোনাশেংকভ বলেন, তেল চোরাচালানে মার্কিন বেসরকারি সামরিক কোম্পানি ও স্পেশাল অপারেশন্স ফোর্স তেলের বহরকে সুরক্ষা দেয়।

রুশ মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, সিরিয়ার পূর্বাঞ্চল থেকে তেল চোরাচালানে জড়িত মার্কিন সেনারা তেলবাহী ট্রাকগুলোকে পাহারা দিয়ে নিয়ে যায় এবং ওই বহরে কোনও হামলা হলে মার্কিন সেনারা তা প্রতিহত করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পশ্চিমা কোম্পানির পাঠানো যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সিরিয়ার তেল উত্তোলন করা হচ্ছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি