ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাগদাদির ডিএনএ মিলেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ২৭ অক্টোবর ২০১৯

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃতদেহ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং ডিএনএ টেস্টে এটি বাগদাদির বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের একজন পদস্থ কর্মকর্তা এ দাবি করেছেন।  

তিনি বলেছেন, বাগদাদির লাশ এখন মার্কিন সেনাদের হাতে রয়েছে। এর আগে আজ রোববার মার্কিন ম্যাগাজিন নিউজউইক পেন্টাগনের একজন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন হামলায় বাগদাদির নিহত হওয়ার খবর দেয়। পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়।

এ খবরে বলা হয়, শনিবার রাতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব শহরে মার্কিন হেলিকপ্টার গানশিপের হামলায় দায়েশ নেতা বাগদাদি নিহত হয়েছে।

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়ার পর আবু বকর আল-বাগদাদি ২০১৪ সালে একবার মসুল শহরে জনসম্মুখে বের হয়েছিল। ২০১৯ সালের আগস্ট মাসে তার সর্বশেষ অডিও বার্তা বের হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি