ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ডে’র অনুষ্ঠানে গুলিতে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ৩১ অক্টোবর ২০১৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচের এক বাসায় হ্যালোইন পার্টিতে গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও নয়জন। স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জেক হেফলিন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পার্সটুডে’র।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে বন্দুকহামলার এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং হামলার সঙ্গে কে বা কারা জড়িত তাও জানায়নি নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে বাসায় গুলির ঘটনা ঘটেছে সেখানে হ্যালোইন পার্টি চলছিল। ওই এলাকার স্থানীয় বাসিন্দা ৪৭ বছর বয়সী ওসাল্ডো মরালেস গণমাধ্যমকে বলেছেন, তিনি ১৭টি গুলির শব্দ শুনেছেন। তবে কয়েকজন জানান, ২০টি গুলির শব্দ শুনেছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি