ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দুই ধাপে হবে ট্রাম্পের অভিশংসন তদন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১ নভেম্বর ২০১৯ | আপডেট: ১১:২১, ১ নভেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু হতে যাচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদ এ তদন্ত শুরুর অনুমোদন দিয়েছে। তদন্ত চলবে দুই ধাপে।

ডেমোক্র্যাট নেতা জো বাইডেন এবং তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ প্রয়োগ করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় অভিশংসন প্রস্তাব তোলে ডেমোক্র্যাট শিবির। 

প্রস্তাবে দুই ধাপে তদন্ত এগিয়ে নেওয়ার কথা বলা হয়। প্রথম ধাপে হাউস ইন্টেলিজেন্স কমিটি তাদের তদন্ত চালুর পাশাপাশি গণশুনানি করবে। পরবর্তী ধাপে তদন্ত রিপোর্ট প্রকাশ করে তা হাউস জুডিশিয়ারি কমিটির কাছে পাঠানো হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে ২৩২- ১৯৬ ভোটে অনুমোদন পায়। রিপাবলিকান সব আইনপ্রণেতা ট্রাম্পের পক্ষে ভোট দিলেও দুই-একজন ডেমোক্র্যাট প্রস্তাবের বিপক্ষে ছিলেন।

এ ভোটাভুটির প্রতিবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোনও ধরনের ভুল করার কথা অস্বীকার করেছেন তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি