ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফ্লোরিডায় স্থায়ী হচ্ছেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ২ নভেম্বর ২০১৯

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেছেন, ‘আমার পরিবার এবং আমি ফ্লোরিডার পাম বিচকেই স্থায়ী ঠিকানা করে নিচ্ছি। নিউইয়র্ক এবং এর মানুষজনকে আমার ভালই লাগে। ভবিষ্যতেও লাগবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে প্রতিবছর লাখ লাখ ডলার কর দেওয়া সত্ত্বেও রাজনৈতিক নেতারা আমার সঙ্গে বাজে ব্যবহার করেন। এর মধ্যে কেউ কেউ খুবই খারাপ।’

একটি মার্কিন দৈনিক পত্রিকা প্রকাশ করেছে, নিউইয়র্কের আদি বাসিন্দা ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া গত সেপ্টেম্বর মাসে ম্যানহাটন পাল্টে তাঁরা পাম বিচকেই স্থায়ী ঠিকানা হিসেবে নিতে চান বলে পৃথক ঘোষণাপত্র জমা দিয়েছেন। তবে কেন ট্রাম্প স্থায়ী ঠিকানা পাল্টাচ্ছেন, তা নিয়ে হোয়াইট হাউস সূত্রে কিছু জানা যায়নি। 

দৈনিকটির প্রতিবেদনে আরও বলেছে, মূলত করের জন্যই নাকি ট্রাম্প তাঁর বাসস্থান পরিবর্তন করছেন। মার্কিন প্রেসিডেন্টের বসবাসের জন্য নির্ধারিত হোয়াইট হাউস ছাড়া এখন ডোনাল্ড ট্রাম্পের মূল বাসভবন হবে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি