ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজায় ইসরাইলের বিমান হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২ নভেম্বর ২০১৯

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আজ শনিবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গাজার নিরাপত্তা সূত্র জানায়, এ উপত্যকার শাসক হামাস ও তাদের মিত্র গ্রুপের অবস্থান লক্ষ্য করে ইসরাইল ধারাবাহিক বিমান হামলা চালায়। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা ‘সন্ত্রাসীদের অবস্থান’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইসরাইলের হামলায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ভূখন্ডে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান এএফপি’র এক সংবাদদাতা।

এদিকে হামাস জানায়, তারা অভিযান চালানো ইসরাইলি বিমান লক্ষ্য করে গুলি ছুড়েছে। শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১০ বার রকেট হামলা চালানোর পর এ বিমান হামলা চালানো হয়। 

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দেশটির আইরন ডম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেটের মধ্যে আটটি ভূপাতিত করে। অপর দু’টি রকেট আঘাত হানলেও কেউ হতাহত হয়নি।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি