ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরিয়ার উত্তরাঞ্চলে এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশংকা হাসপাতাল কর্তৃপক্ষের।

শনিবার তুরস্ক নিয়ন্ত্রিত এলাকা তাল আবায়াদে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং তুর্কি সেনারা ছিল বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কুর্দি মিলিশিয়া গ্রপ ওয়াইপিজি পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

এদিকে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কুর্দিরা।

অঞ্চলটি থেকে কুর্দিদের সরিয়ে সেখানে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় চুক্তি হয় সিরিয়া এবং তুরস্কের।   শুক্রবার থেকে সেখানে রাশিয়ার প্রায় ৩০০ সেনা ও ২০টি সাঁজোয়া যান নিয়ে তুর্কি বাহিনীর সঙ্গে স্থল টহল শুরু করে রাশিয়া।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি