ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনভূমি, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১০ নভেম্বর ২০১৯

পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল। নিউ সাউথ ওয়েলসে দাবানল ছড়িয়ে পড়েছে। প্রতিবেশি কুইন্সল্যান্ডেও পুড়ছে বন। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অনেক মানুষ।

গত শুক্রবার দাবানলের কারণে জরুরি অবস্থা জারির পর আজ রোববার তৃতীয় দিনেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

বাড়ির পাশাপাশি ভস্মীভূত হয়েছে একাধিক স্কুলও। আগুন লেগে সেতু ভেঙে যাওয়ায় যাতায়াত ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশ এলাকাই বিদ্যুৎহীন। এই পরিস্থিতিতে বেশ কিছু এলাকায় বাসিন্দারা আটকে পড়ার খবর মিললেও উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেশ কিছু এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ওই দুই রাজ্যজুড়ে এক হাজার ৩০০ দমকল কর্মী কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় কয়েকশ বেসামরিক নাগরিকও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।  

বিমান থেকে ওয়াটার বোম ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে বাতাসের তীব্রতা বেশি থাকায় বেশ বেগ পোহাতে হচ্ছে তাদের।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

দাবানলের ঘটনায় পাশের রাজ্যগুলোর সহযোগিতা চেয়েছেন স্কট মরিসন। দেশবাসীকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি