ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

বলিভিয়া সংকট: নিজেকে প্রসিডেন্ট ঘোষণা বিরোধী সিনেটরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ১৩ নভেম্বর ২০১৯

ইভো মোরালেসের বলিভিয়া ছাড়ার পর নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিলেন সিনেটের ডেপুটি প্রধান জেনাইন আনিয়েজ। মোরালেসের সমর্থিত আইনপ্রণেতাদের সিনেটের ওই সেশন বয়কট করেন।

এদিকে, এরইমধ্যে মেক্সিকো পৌঁছেছেন ইভো মোরালেস। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ঘোষণাকে তিনি ডানপন্থিদের ক্যু হিসেবে উল্লেখ করেন। বলেন, সেনাবাহিনী তাকে প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য করেছে। জীবনের ঝুঁকি থাকায় মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নিলেও বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

২০০৬ সালে প্রথম আদিবাসী হিসেবে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন ইভো মোরালেস। গেল অক্টোবরে জয়ী হয়ে আবারও ক্ষমতায় আসলেও বিরোধীরা কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে। এ অবস্থায় আবারও নির্বাচনের প্রতিশ্রুতি দেন মোরালেস।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি