ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হংকংয়ের রাজপথে চীনা সেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ১৭ নভেম্বর ২০১৯

হংকংয়ে চলমান আন্দোলনে বিক্ষোভাকারীদের অবরোধ করে রাখা রাজপথ খুলে দিতে চীনা সেনা মোতায়েন করা হয়েছে।

পাঁচ মাস ধরে চলা আন্দোলনে চীনা হস্তক্ষেপে উত্তেজনা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে। চীন বলছে, শুধু ত্রাণকার্যে কিংবা শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে স্থানীয় সরকার চাইলে তারা যুক্ত হতে পারে।

এদিকে, সেনা মোতায়েনের পর বিক্ষোভকারীরা আরও সহিংস হয়ে উঠেছে। এক বিবৃতিতে তারা জানায়, এই শুদ্ধিঅভিযান সরকার পতনের কারণ হবে। বিবৃতিতে আরও বলা হয়, হংকংয়ের প্রতিশ্রুতি স্বায়ত্তশাসনের পরিপন্থী এই কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি