ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় বিস্ফোরণ, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১৮ নভেম্বর ২০১৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পল্লানওয়ালা সেক্টরে এলওসির কাছে একটি আইইডি বিস্ফোরণে এক সেনা জওয়ান নিহত হয়েছেন। এসময় আরও দুই সেনা সদস্য আহত হয়েছেন।

রোববার সেনা সদস্যরা একটি সেনা ট্রাকে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পরপরই এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়।

সেনা সূত্রে একে আখনূর সেক্টরে সন্দেহজনক বিস্ফোরণ বলে উল্লেখ করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের পাকড়াও করার জন্য নিরপত্তা বাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করছে। ওই অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে, গতকাল রোববার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি বাহিনী ভারতীয় এলাকা লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে তার জবাব দেয়।

এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, পাকিস্তানের পক্ষ থেকে মর্টার শেল নিক্ষেপের ফলে জেলার কর্ণি ও শহর অঞ্চলে প্রভাব পড়েছে। গোলাগুলিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি