ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জার্মানির সাবেক প্রেসিডেন্টের ছেলেকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জার্মানির প্রয়াত প্রেসিডেন্ট রিচার্ড ফন ভাইৎসেকারের ছেলে ফ্রিটজ ফন ভাইৎসেকারকে (৫৯) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বার্লিনে একটি হাসপাতালে বক্তৃতা করার সময় এক ব্যক্তি তাকে ছুরি মারেন৷  

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হামলাকারীকে গ্রেফতার করেছ পুলিশ। ৫৭ বছর বয়সী ওই হামলাকারী ও একজন জার্মান নাগরিক বলে জানিয়েছে ডয়চে ভেলে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই হামলায় তাদের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত। আর হামলাকারী ওই ব্যক্তি কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়।

ঘটনার সময় বার্লিনের শার্লেটনবুর্গ এলাকার শ্লসপার্ক হাসপাতালে ‘লিভারে চর্বি ও তার প্রতিকার’ বিষয়ে বক্তৃতা করছিলেন ফ্রিটজ ফন। এমন সময় শ্রোতাদের মাঝ থেকে একজন উঠে এসে এই হত্যাকাণ্ড ঘটান। ফ্রিটজ ফন ভাইৎসেকার শ্লসপার্ক হাসপাতালের একজন মেডিসিন বিশেষজ্ঞ। শ্লসপার্ক হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শাস্ত্রের নানা বিষয় নিয়ে প্রায় এই ধরনের বক্তৃতার আয়োজন করে থাকে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি