ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৩ নভেম্বর ২০১৯ | আপডেট: ১১:৫৪, ২৩ নভেম্বর ২০১৯

ভারতে পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু ও পাঁচ নারী রয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।

নাগুয়ার জেলার ডেপুটি পুলিশ সুপার এন.আর. চৌধুরী বলেন, ‘দক্ষিণ পশ্চিমাঞ্চলী মহারাষ্ট্র রাজ্যের লাটুর জেলার এ সকল ভ্রমণকারী উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটি তীর্থ স্থান দেখতে যাচ্ছিল।’

তিনি জানান, চালক বাসটির নিয়ন্ত্রণ হারানোর পর রাজস্থানের নগৌড় জেলার কৃষ্ণগড়-হনুমানগড় মহাসড়কে একটি মিনিবাস সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেলে স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নগৌড় জেলার কুচামান নগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, আহতদের মধ্যে ৪ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রাখা হলেও মারাত্মকভাবে আহত অপর ৬ জনকে রাজ্যের রাজধানী জয়পুরের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি