ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে মুসলিম পুলিশের দাড়ি রাখা-না রাখা নিয়ে বিতর্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের রাজস্থানে আলওয়ার জেলায় পুলিশের ৯ জন মুসলিম সদস্যকে দাড়ি কেটে ফেলার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার জেরে নির্দেশের একদিন পরে সেটি প্রত্যাহার করা হয়। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, শৃঙ্খলা রক্ষার নামে ঐ ৯ মুসলিম পুলিশ সদস্যকে দাড়ি কামিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার পুলিশ কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, ৯ জন পুলিশ সদস্যকে তাদের দাড়ি কাটতে বলা হয় যাতে তাদের ‘নিরপেক্ষ’ মনে হয়। পুলিশকর্মীদের দাড়ি রাখার নিয়ম নেই। তাতে গোটা পুলিশবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়ার সম্ভাবনা থেকে যায়। তবে শুক্রবার এ আদেশ প্রত্যাহার করা হয়।

পুলিশ সুপার প্যারিস দেশমুখ জানিয়েছেন, তারা এর আগে ৩২ জন মুসলিম কর্মীকে দাড়ি রাখার অনুমতি দিয়েছিল। তবে বৃহস্পতিবার ৩২ জনের মধ্যে ৯ জনের অনুমতি প্রত্যাহার করে বাকি ২৩ জনকে দাড়ি রেখে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল।

পুলিশ সুপার দেশমুখ বলেন, ‘এটি প্রশাসনিক আদেশ ছিল যা পুলিশ সদস্যদের মানসিকভাবে দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। যার ফলে তা প্রত্যাহার করা হয়েছে।’
এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি