কঙ্গোতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, প্রাণহানি ২৪
প্রকাশিত : ২০:৫৫, ২৪ নভেম্বর ২০১৯
কঙ্গোতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২৪ জনের প্রাণহানি ঘটেছে
আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ছোটখাটো আকারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৪ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসির খবরে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরের কয়েকটি বাড়ির ওপর বিমানটি আছড়ে পড়ে।
নর্থ কিভুর আঞ্চলিক গভর্নর নাজানজু কাসিভিটা কার্লি স্থানীয় সময় রোববার সকালে ঘটা এ বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর তথ্য জানালেও হতাহতের মোট সংখ্যা জানাতে পারেননি।
তবে বিমানটিতে ১৭ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
গভর্নর নাজানজু জানান, শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ‘নিখোঁজ’ হওয়া বিমানটি পাশের মাপেন্দোর কয়েকটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। ‘বিজি বি’ নামের একটি কোম্পানি ডোরনিয়ার-২২৮ বিমানটি দিয়ে ফ্লাইট পরিচালনা করত।
বিমানটি গোমা থেকে ৩৫০ কিলোমিটার দূরত্বের বেনীতে যাওয়ার কথা ছিল, কিন্তু উড্ডয়নের মিনিট খানেকের মধ্যেই বিধ্বস্ত হয় বলেই জানান তিনি।
এদিকে, নিরাপত্তার মান ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে আফ্রিকার এ দেশটিতে বিমান দুর্ঘটনা তুলনামূলকভাবে ঘন ঘন ঘটে চলেছে। যে কারণে সম্প্রতি দেশটির সব বাণিজ্যিক ফ্লাইটকে ইউরোপীয় ইউনিয়নে পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।
এনএস/
আরও পড়ুন