ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মানামা সংলাপের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ২৫ নভেম্বর ২০১৯

বাহরাইনের মানামা সংলাপ থেকে ইরানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, ‘যেসব দেশ সুপ্রতিবেশীসুলভ নীতিমালা লঙ্ঘন করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং বিদেশি সেনাদের ডেকে এনে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয় নিজেদের দোষ ইরানের কাঁধে চাপিয়ে দেয়ার কোনো অধিকার সেসব দেশের নেই।’

মুসাভি বলেন, ‘ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন, দেশটির হাজার হাজার নারী ও শিশুকে হত্যা, সেদেশের অবকাঠামো ধ্বংস এবং বিভিন্ন দেশের বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে তাবেদার শাসকদের ক্ষমতায় বসানোর চেষ্টা এ অঞ্চলের জনগণের স্মৃতি থেকে কখানও মুছে যাবে না।’ এসব দেশকে কল্পনার জগত থেকে বেরিয়ে এসে বাস্তবতা মেনে নেয়ার আহবান জানান আব্বাস মুসাভি। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলের দেশগুলোর উচিত শত্রুতা পরিহার করে নিজেদের মধ্যে গঠনমূলক সংলাপ শুরু করা।’

সম্প্রতি বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত ‘মানামা সংলাপ ২০১৯’-এ বক্তব্য রাখতে গিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানকে তার ভাষায় ‘অন্ধকার, মৃত্যু ও ধ্বংসের’ পথ বেছে নেয়ার জন্য অভিযুক্ত করেন। তিনি গত সেপ্টেম্বরে সৌদি আরবের আরামকো কোম্পানির তেলক্ষেত্রে ইয়েমেনিদের হামলার জন্য ইরানকে দায়ী করে বলেন, ‘সৌদি আরব যুদ্ধ চায় না। তবে ইরানকে ঐ হামলার জন্য জবাবদিহি করতে হবে।’

সূত্র : পার্স টুডে
এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি