ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৫ নভেম্বর ২০১৯

ইরানে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে। সুনির্দিষ্ট কিছু প্রতিবেশী দেশের ইন্ধনে দেশব্যাপী নানা ধরণের ধ্বংসাত্মক তৎপরতা চালানো হয় বলে অভিযোগ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একইসঙ্গে এই বাহিনী ঐ সব দেশকে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করতে আহবান জানিয়েছে। এমন করলে ফলাফল ভালো হবে না বলেও হুঁশিয়ার দিয়েছে দেশটি। খবর ইরান ডেইলি, তেহরান টাইমস’র।

জ্বালানী তেল খাতে ভর্তুকি কমিয়ে এ খাতে অর্জিত অতিরিক্ত অর্থ দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করার লক্ষ্যে গত সপ্তাহে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করছে ইরান। তবে এর প্রতিবাদে জনগণ রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও প্রতিবেশী কয়েকটি দেশ ইন্ধন দিয়ে দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা বহু ব্যাংক, বীমা, পেট্রল পাম্প, সরকারি অফিস ও সাধারণ ঘরবাড়ি ও স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ অভিযোগ ইরানের।
আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি রোববার সন্ধ্যায় বাজিস বা স্বেচ্ছাসেবী বাহিনীর জওয়ানদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘সাম্প্রতিক গোলযোগের সময় আমাদের কিছু প্রতিবেশী দেশ সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও ইসলামি ভ্রাতৃত্ববোধ ত্যাগ করে ইরানের দুস্কৃতকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। আমরা তাদেরকে অনুতপ্ত হয়ে এ ধরনের আচরণ পরিহার করার আহ্বান জানাচ্ছি।’

জেনারেল ফাদাভি বলেন, ‘ইরানের এই গোলযোগ সৃষ্টির অপচেষ্টার জবাবে আমরাও ঐ সব দেশের অভ্যন্তরে একই রকম পরিস্থিতি সৃষ্টি করার ক্ষমতা রাখি। কিন্তু ইসলাম আমাদেরকে সে অনুমতি দেয়নি বলে আমরা তা করব না।’

এ সময় ইরানি দুস্কৃতকারীদের প্রতি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের প্রকাশ্য সমর্থনেরও তীব্র সমালোচনা করেন তিনি। জেনারেল ফাদাভি বলেন, ‘ওয়াশিংটন, লন্ডন ও প্যারিস কর্তৃপক্ষ কখনোই ইরানের ব্যাপারে তাদের আচরণে পরিবর্তন আনবে না।’ তারা বিগত ৪০ বছরের মতো তাদের অপকর্ম চালিয়ে যাবে উল্লেখ করে আইআরজিসি’র এই কমান্ডার বলেন, ‘আমরাও বিগত দিনের মতো তাদেরকে পরাজিত করে যাব।’


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি