ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারতে এবার গরু পাচ্ছে শীতের পোশাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২৬ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:০৪, ২৬ নভেম্বর ২০১৯

ভারতে এবার গরু পাচ্ছে পাটের তৈরি এক বিশেষ ধরনের পোশাক। ভারতের অযোধ্যা নগরীর স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ এ পোশাক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা গরুকে এসব পোশাক দেয়া হবে। 

পৌর কমিশনার নিরাজ শুকলা বলেছেন, আমরা এখন গরুর শীতের পোশাক বানাতে দিয়েছি। ৩-৪ ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আমরা প্রথমে বাইশিংপুর গরু কেন্দ্রে এই পোশাক বিতরণ করবো। সেখানে ৭০০ ষাঁড়সহ মোট ১২০০ গরু ও বাছুর রয়েছে। আমরা প্রথমে বাছুরের জন্য ১০০ পোশাক বানাতে দিয়েছি।

তিনি বলেন, নভেম্বরের শেষ নাগাদ প্রথম ডেলিভারি আসবে। আর প্রত্যেক পোশাকের জন্য খরচ হবে ২৫০-৩০০ রুপি। তিন স্তরের পোশাক বানানো হচ্ছে। আমরা বাছুরের পোশাকে নরম কাপড় দিতে বলেছি যেন শীতের সময় কাপড় গরম থাকে।

কমিশনার আরও জানান, ষাঁড় ও অন্য গরুর পোশাকের ডিজাইন হবে আলাদা। ষাঁড়ের পোশাক হবে শুধুই পাটের তৈরির। বাকি গরুদের পোশাকে দুই স্তর থাকবে। আর এই পোশাক সেলাই করা হবে এমনভাবে যাতে তা গরুর গা থেকে পড়ে না যায়। 

শুকলা আরও জানান, গরু আশ্রয়কেন্দ্রে আগুন জ্বালানোর ব্যবস্থা হবে যেন তীব্র শীত থেকে গরু রক্ষা পেতে পারে। মেঝেতে দেওয়া হবে খড়, যেন বাছুর সেখানে বসতে পারে।

মেয়র হৃষীকেশ উপাধ্যায় বলেন, আমাদের নজর হলো গরুর সেবা করা। আমরা আরও আশ্রয়কেন্দ্র তৈরি করছি। এগুলো হবে রাজ্যের সেরা গরু আশ্রয়কেন্দ্র।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি