ইরাকে ইরানি দূতাবাসে বিক্ষোভকারীদের আগুন, কারফিউ জারি
প্রকাশিত : ১০:৩৬, ২৮ নভেম্বর ২০১৯
ইরাকের দক্ষিণাঞ্চলে নাজাফ শহরে ইরানি দূতাবাসে আগুন দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এ ঘটনায় পুলিশের গুলিতে একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে বুধবার এই ঘটনার পর ওই এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশি বাধা স্বত্ত্বেও বিক্ষোভকারীরা দূতাবাসের ভেতরে ঢুকে ইরানের পতাকা নামিয়ে ইরাকের পতাকা উড়িয়ে দেয়। এসময় নিরাপদে সরে যেতে সক্ষম হয় দূতাবাসের কর্মীরা।
কর্মসংস্থানের সংকট, দুর্নীতিসহ নানা অভিযোগে গেল দু’মাস ধরে রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানসহ আঞ্চলিক বিভিন্ন দেশের প্রভাব নিয়ে ক্ষোভ জানায় সরকারবিরোধীরা। এখন পর্যন্ত এই বিক্ষোভে নিহত হয়েছে সাড়ে তিনশ মানুষ।
একে//
আরও পড়ুন